নেদারল্যান্ডের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় এর সাথে আম রপ্তানি বিষয়ক মতবিনিময় সভা

নেদারল্যান্ডের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় এর সাথে আম রপ্তানি বিষয়ক মতবিনিময় সভা

জেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার (২৬ আগস্ট) বিকাল ৪ টায় আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জে নেদারল্যান্ডের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাথে উদ্যানতাত্ত্বিক ফসল রপ্তানির আদর্শ কার্যপদ্ধতি বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এর নেতৃত্বে ওয়াগেনিনজেন ফুড এন্ড বায়োবেসড রিসার্চ, ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ড এর সিনিয়র বিজ্ঞানী ফাতিমা পেরেরা এবং রেনে উস্তেয়েচেল আম উৎপাদক ও রপ্তানিকারকদের বক্তব্য শোনেন এবং আম রপ্তানি বৃদ্ধিতে উন্নত ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বলেন, নেদারল্যান্ড আয়তনে বাংলাদেশের চেয়ে ছোট হলেও রপ্তানিতে আমাদের চেয়ে অনেক এগিয়ে। কারণ তাদের উৎপাদন ও পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা বিশ্বমানের।

তিনি বলেন, বিশ্ব সেরা ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়, নেদারল্যানড-এর ওয়াগেনিনজেন ফুড এন্ড বায়োবেসড রিসার্চ-এর সহযোগিতা নিয়ে আমরাও আম রপ্তানি বৃদ্ধি করতে পারবো। ইতিমধ্যেই এবছর আমাদের আম রপ্তানির পরিমান ৩ হাজার টন ছাড়িয়ে গেছে যা গত বছরের চেয়ে ৭৩ শতাংশ বেশী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পটোয়ারি, অতিরিক্ত পরিচালক মো. শামছুল ওয়াদুদ, বিএআরআই ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, রাজশাহী ফল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুল ইসলাম, ডিএই উপ-পরিচালক ড. পলাশ সরকার, ডিডি হর্টিকালচার ড. বিমল কুমার প্রামাণিক, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশাররফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আম উৎপাদক, প্রক্রিয়াকারক ও রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় ও ওয়াগেনিনজেন ফুড এন্ড বায়োবেসড রিসার্চ-এর মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ সহযোগিতা কার্যক্রম বাস্তবায়িত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *