নিত্যপণ্য ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

নিত্যপণ্য ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

জেলা

মাগুরা জেলা প্রতিনিধিঃ
চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান। সমাবেশে বক্তারা বক্তব্যে বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। চাল, ডাল, আটা, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের। শিক্ষা-চিকিৎসা ব্যয় মিটাতে মানুষ নিঃস্ব হচ্ছে। বাড়ি ভাড়া-গাড়ি ভাড়া বাড়ছে। শ্রমজীবী মানুষ জীবন নির্বাহ করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে অভাব-অনটন-দারিদ্র ও বেকারত্ব বিরাজ করছে। সমাবেশ থেকে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করা, অবিলম্বে মাগুরা টেক্সটাইল মিল চালু করা, গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবি জানানো হয় ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *