নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর রাসেল মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে শহরের কাজীপাড়া মৌলভী হাটি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলকার হাবিবুর রহমানের ছেলে। সে পেশায় একজন কসাই ছিলেন। নিহতের ছেলে রুমেল মিয়া জানান, তার বাবা গত সোমবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হন। এরপর গভীর রাতেও বাসায় ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।আজ বেলা ১১টার দিকে বাসার পাশের পুকুরে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন আমাদেরকে জানান। এরপর সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ধর্মজিত সিংহ জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি দুই দিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *