কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের নিকলীতে সর্বসাধারণের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
তিনি বলেন, দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদার সবকয়টি পূরণ করেছে বর্তমান সরকার। এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে সাধারণ জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
আজ দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া বাজার এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগের এক ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনবে সাধারণ মানুষ।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান উজ্জল, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য বাসির উদ্দিন রিপন, বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, হিলছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ, যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আরকানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত কয়েকদিন ধরে নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন সুব্রত পাল।