চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ভার্চুয়ালী উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, প্রমুখ। বিভিন্ন ষ্টল ঘুরে দেখা যায় মনিরুল ইসলাম এর ষ্টলে ছিলো বিশাল আকৃতির হলষ্টেইন ফ্রিজিয়ান গরু, শাহিন আক্তার এর চীনা মুরগী, অনেকান্তর বিভিন্ন প্রজাতির পাখি, যেমন ঘুঘু, ডাউকি সহ বিভিন্ন প্রজাতির পাখি। সেতাব আলীর বিভিন্ন প্রজাতির কবুতর, আসরাফ আলীর ষ্টলে ছিলো ঘোড়া। ষ্টল পরিদর্শন শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের পুরষ্কৃত করা হয়।