তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী সদর থানার ডিউটি অফিসার আদনানের হামলাকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) গভীর রাতে ঘটনায় পৌর এলাকার বিলসদী মহল্লার আল্লাহু চত্তর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার নাম সাইফুল মিয়া। সে নরসিংদী সদর উপজেলার আলোকবালি গ্রামের পশ্চিমপাড়ার মৃত হারুন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভুঞা। তিনি জানান, বিষয়টি আমরা খুবই গুরত্ব সহকারে দেখছি। বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। আটককৃত অপরাধীকে জিজ্ঞাসাবাদ চলছে।
জানা যায়, তার নামে সদর মডেল থানায় মাদক সংক্রান্ত একাধিক ও মারামারি সংক্রান্ত একটি মামলা ছাড়াও প্রতিশোধ পরায়ণ মূলক অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি রয়েছে। আটককৃত সাইফুল এর আগে রাজধানীতে ডিএমপি পুলিশের হাতে ও সদর থানা পুলিশের হাতে আটক হওয়ার রেকর্ড রয়েছে।
পুলিশ বলছে, আটককৃত সাইফুল গত বুধবার ঢিল ছোড়ে সদর থানার আবদুল্লাহ নামে পুলিশের এক অপারেটরকে লক্ষ্য করে। এতে করে পুলিশের এই সদস্যের মাথা ফেটে যায়। ঠিক এর পর দিন বৃহস্পতিবার রাত পোনে একটার সময় ডিউটিরত পুলিশের এসআই আদনান রহমানকে থানার সামনে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। গুরতর আহত এসআই আদনাকে প্রথমে সদর হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনদিন আইসিসিউতে ছিলেন আদনান। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।