তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
বেকার যুবক ও যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলার লক্ষে প্রতিষ্ঠিত নরসিংদীর পলাশে দেওয়ান সাদ ইনস্টিটিউট অব কম্পিউটার টেকনোলজি প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে শীত কালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
আজ দিনব্যাপী উপজেলার চরসিন্দুর বাজারের পোটন খান শপিং কমপ্লেক্সে অত্র প্রতিষ্ঠানের ৩য় তলায় প্রতিষ্ঠানের পরিচালক দেওয়ান মোহাম্মদ আক্রাম হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান, দেওয়ান মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জি. এম,মিথুন শেখ,ওয়ার্ড সদস্য মোমেন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ,অত্র প্রতিষ্ঠানে প্রশিক্ষক- প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
প্রতিষ্ঠানের পরিচালক দেওয়ান মোহাম্মদ আক্রাম হোসেন জানান, বেকার তরুণ -তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে অত্র প্রতিষ্ঠান। এতে করে তারা প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারছে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখছে। গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আগত যুবক ছেলেমেয়েদের, দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা , অফিস এ্যাপ্লিকেশন,গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ইন্টারনেট, আউটসোর্সিংসহ ইন্টারনেটের নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্তরা সরকার অনুমোদিত সনদপত্র পাচ্ছেন। যার ফলে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারছে।