নরসিংদী প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্রের আইন-শৃংখলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদী কর্তৃক প্রাথমিক পর্যায়ে ২০-০৮-২০২৩খ্রিঃ হতে ৩১-০৮-২০২৩খ্রিঃ পর্যন্ত ১০(দশ) কার্যদিবস মেয়াদী জেলার প্রতিটি উপজেলায় ৩২জন পুরুষ ও ৩২জন মহিলাসহ মোট ৬৪জন হিসেবে ৬টি উপজেলায় সর্বমোট ৩৮৪ জন প্রশিক্ষণার্থীর “গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কোর্স শুরু হয়েছে।
আজ সকাল ১১:০০ ঘটিকায় তানজিনা বিনতে এরশাদ, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একযোগে প্রশিক্ষণ কোর্সটির শুভ উদ্বোধন করেন।