নরসিংদীর শিবপুরে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

নরসিংদীতে ৩০০পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ বোতল ফেন্সিডিলসহ ২৬ জন গ্রেফতার

অপরাধ

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে আরও ২৬ জন আসামী গ্রেফতারসহ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আজ জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার শাসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।

যার মধ্যে, নরসিংদী মডেল কর্তৃক পরোয়ানা মূলে জিআর-১ জন ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায়- ২ জন, মাধবদী থানা কর্তৃক পরোয়ানা মূলে সিআর -২ জন, পলাশ থানায় পরোয়ানা মূলে সিআর -২ জন, শিবপুর মডেল থানার আওতাধীন পরোয়ানা মূলে জিআর-৩ জন, মনোহরদী থানা কর্তৃক পরোয়ানা মূলে জিআর-১, বেলাব থানা কর্তৃক পরোয়ানা মূলে জিআর-১ জন, সিআর- ১ জন এবং পূর্বে মামলায়-৩ জন, রায়পুরা থানা পরোয়ানা মূলে জিআর-৩ জন, সিআর ১ এবং সাজা সিআর-৩ জনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ডিবি পুলিশের অভিযানে নিয়মিত মাদক মামলায় ৩ জন গ্রেফতারসহ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশ তামিল, রিকল ও অন্যান্য ভাবে মোট ১৭ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

উল্লেখ্য যে, নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত একের পর এক উল্লেখযোগ্য মাদক উদ্ধার ও প্রতিদিনই বিভিন্ন অপরাধে দায়ে আসামীসহ ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *