তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় চলমান অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
২০ আগস্ট রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম নরসিংদী মডেল থানাধীন উত্তর সাটিরপাড়া (রাঙ্গামাটিয়া) এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এছাড়া অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার অন্য আরেকটি দল নরসিংদী মডেল থানাধীন শালিধা সাকিনস্থ নতুন বাস স্ট্যান্ড মোড় সংলগ্ন মোল্লা এলাকা থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে ৮ (আট) কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গতকাল জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো: সদর উপজেলার উত্তর সাটিরপাড়া গ্রামের মৃত আঃ মোতালিবের ছেলে মোঃ জাকির হোসেন (৫৫), মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের মোজাম্মেলের স্ত্রী মোসা: আখি বেগম (৩০), একই গ্রামের মো: কাগজ মিয়ার স্ত্রী মোসা: হনুফা বেগম(৪০), নরসিংদী মডেল থানার আওতাধীন বুদিয়ামারা এলাকার মোঃ সাইদুর রহমান (৩৫)।
পৃথক দুটি অভিযানে উদ্ধারকৃত গাঁজা এবং গ্রেফতারকৃত ব্যক্তিরা নরসিংদী জেলা গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ পৃথক দুটি মামলা হয়েছে জানান অতিরিক্ত পুলিশ সুপার।