তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার দুপুরে অগ্রণী ব্যাংক রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার ভেতরের কাঠের চৌকি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হচ্ছে। তারা ব্যাংকের নিরাপাত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তৌহিদ ফকির (৩২) ও টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার রঞ্জু মিয়া (৩৫)। ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, সকালে ব্যাংকে গিয়ে ব্যাংকটির গেইট ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখেন ব্যাংক কতৃপক্ষ। পরে দীর্ঘ সময় ধরে আনসার সদস্যদের ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়া হয়। বেলা সাড়ে ১১ টার দিকে থানা পুলিশ গিয়ে ব্যাংকের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় আনসার সদস্যদের থাকার কক্ষে চৌকির মধ্যে দুই আনসার সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তাৎক্ষনিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যাট তানজিনা বিনৎে এরশাদ, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। মরদেহ উদ্ধার ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানাবেন তারা।