নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপ বাছাইপর্বে লা পাজে মাঠে নেমেছিলেন বলিভিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা। তবে এই ম্যাচে মেসি ভক্তরা অনেকটাই হতাশ হয়েছেন। কেননা ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচ শেষেই কোচ লিওনেল স্কালোনি মেসিকে এ ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। অবশেষ তাই ঘটল। এদিন স্কোয়াডেই ছিলেন না লিওনেল মেসি। মেসিকে ছাড়া অবশ্য বলিভিয়ার বিপক্ষে জয় পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি আর্জেন্টিনাকে।
ডিয়ারিও এএসের খবর অনুযায়ী, লা পাজ স্টেডিয়ামকে অনেকেই ‘নরক’ হিসেবে আখ্যায়িত করে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ২২৫ মিটার ওপরে লাপাজ মাঠটিই ছিল আর্জেন্টিনার বড় বাধা। এই মাঠে বেশিরভাগ সময়ই অক্সিজেনের অভাবে নাভিশ্বাস উঠে খেলোয়াড়দের। এবারও অক্সিজেন মাস্ক সঙ্গে নিয়েই বলিভিয়া গেছে আর্জেন্টিনা দল। এমনকি এমিলিয়ানো মার্তিনেজ অক্সিজেনের অভাবে বিপাকে পড়ার কথাও জানান। সেই কারণে মেসিকে ডাগআউটেই বসিয়ে রেখেছিলেন স্কালোনি।
জানা গেছে, মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাননি লিওনেল স্কালোনি। ‘নরক’ খ্যাত লাপাজে তাকে ডাগ আউটে রেখেই কাতার বিশ্বকাপ জেতা অন্যদের ওপরেই ভরসা রাখেন আর্জেন্টিনার এই কোচ। তবে নিরাশ করেননি তারা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
যদিও এদিন শুরু থেকেই যথারীতি বলের দখল রেখে খেলায় মনোযোগ দেয় আর্জেন্টিনা। তবে প্রথম দিকে একটু সতর্কই মনে হচ্ছিল দলটিকে। হয়তো উচ্চতা নিয়ে আগে থেকে যে উদ্বেগ ছিল সেটা এবং মেসির না থাকা এতে ভূমিকা রেখেছে। এ সময় দূরপাল্লার শটে একাধিকবার বলিভিয়াকে চমকে দেওয়ার চেষ্টা করে আর্জেন্টিনা। অন্য দিকে বলিভিয়া চেষ্টা করেছে ঘরের মাঠের সুবিধা নিয়ে এগিয়ে যেতে।
শুরু থেকে কর্তৃত্ব করতে থাকা দল আর্জেন্টিনা প্রথম লিড নেয় ৩১ মিনিটে। জালে বল পাঠিয়ে দেন চেলসিতে খেলা আলবিসেলেস্তেদের তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার রবার্তো ফার্নান্দেজ। ম্যাচটা আরও সহজ হয়ে যায় আর্জেন্টিনার জন্য। ৩৯ মিনিটে, ল্যাটিন দল ১০ জনের একটি দলে পরিণত হয়। দুই মিনিট পর গোল করেন আর্জেন্টিনার লেফট ব্যাক নিকোলাস টায়গালিয়াফিকো। ডি মারিয়ার লো ফ্রি কিকে হেড করেন তিনি।
এরপর তরুণ উইঙ্গার নিকোলাস গঞ্জালেস শেষ দিকে গোল করে দলের জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন। ইতালিয়ান লিগে খেলা নিকো ম্যাচের ৮৩তম মিনিটে দলকে ৩-০ ব্যবধানে বড় জয় এনে দেন। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।