নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজনীতি

ডেস্ক রিপোর্ট ঃ

একযোগে আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপির পূর্ব বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ বিক্ষোভ শুরু হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল করে দলটি।

কেন্দ্রীয় নেতারা নয়াপল্টনে উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। তারা পোস্টার ও ব্যানার নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়েছেন।

এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সরকার উৎখাতের জন্য বিএনপি ও সংশ্লিষ্ট দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি আজকের এই বিক্ষোভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এই তফসিল থেকে ২৫ জানুয়ারি আরেকটি প্রতিবাদ সভার তফসিল ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ২৫ জানুয়ারির কর্মসূচিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করতে পারে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *