নওগাঁয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

নওগাঁয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

জেলা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টায় উপজেলার গাবতলী বাজার এলাকায় এই আয়োজন করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ এস, এম ব্রুহানী সুলতান মাহমুদ গামা।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মান্দা উপজেলা কমিটির সভাপতি মফিজ উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নওগাঁ ইনসাবের সভাপতি মাহবুব আলম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম ব্রুহানী সুলতান মাহমুদ গামা বলেন, এদেশের যত উন্নয়ন সবই শেখ হাসিনার হাতে হয়েছে। এখন উন্নয়নশীল দেশগুলো আওয়ামী লীগের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত। এই সুযোগ নিয়েছে বিএনপি। তারা আমেরিকার মাধ্যমে সরকারকে চাপে ফেলতে নানা অপকৌশল চালাচ্ছে। এই ষড়যন্ত্র এদেশের সাধারন মানুষরা প্রতিহত করবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিতে সবাইকে আহ্বান জানান তিনি।

এসময় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা ইনসাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারন ইমারত নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেখানে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *