নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জেলা

নওগাঁ প্রতিনিধি :
নানা কর্মসূচীর মধ্য দিয়ে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, মেডিক্যাল কলেজসহ জেলা পর্যায়ের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি দপ্তরসমূহ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। আলোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং জেলা
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আফজাল হোসেন আলোচনা করেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ শাখা এবং সরকারি গণগ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *