রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত কর্মসুচীর মধ্যে পহেলা মার্চ বৃহষ্পতিবার সকাল ৯ টায় মুক্তিরমোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, নওগাঁ জেলা প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্প স্তবক অর্পণের মধ্যে দিয়ে জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সেখানে এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় ৭ই মার্চের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিলসার্জন ডাক্তার আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁর সাবেক ডেপুটি কমান্ডার মো: আফজাল হোসেন বক্তব্য রাখেন।
অপরদিকে জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পৃথক কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আব্দূল খালেক, সহসভাপতি সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হকসহ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
