শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ের বরাটিয়া গ্রামের একটি ড্রেনের ভিতরে থেকে খুন ও ডাকাতি সহ ৪টি মামলার আসামী মিজানুর রহমান নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছেন ধামরাই থানা পুলিশ।
ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বরাটিয়া গ্রামের একটি ড্রেনের ভিতরে থেকে আজ সকালে ওই যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বরাটিয়া গ্রামের আবুল হোসেনের বাড়ির দক্ষিণ পাশে একটি ড্রেনের ভিতরে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠায়। নিহতের শরীরে বিভিন্ন অংশে চাপাতি দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। নিহত মিজানুর রহমান নীলফামারী জেলার ডোমার থানার রাওতা এলাকার বশির উদ্দিনের ছেলে। পুলিশ লাশ উদ্ধারের সময় ওই যুবকের খালি গায়ে আন্ডারপ্যান্ট পরিহিত ছিল। নিহত মিজানুর রহমান মাদক কিংবা নারী সংক্রান্ত কাজে জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত অফিসার হারুন অর রশিদ বলেন হত্যা কান্ডের বিষয়ে এখনো জানা যায়নি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।