মোহাম্মদ শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের বরাটিয়া গ্রামের একটি ড্রেনের ভিতরে থেকে খুন ও ডাকাতি সহ ৪টি মামলার আসামী মিজানুর রহমান নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় শাহিনুর ইসলাম কে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহিনুর ইসলাম হত্যা কান্ডের সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। গ্রেফতারকৃত শাহিনুর ইসলাম কে আদালতে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ যে শুক্রবার রাতে ধামরাই উপজেলার বরাটিয়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে গরু চুরি করতে গিয়ে তিন জন গরু চোর পালিয়ে গেলেও মিজানুর রহমান হাতে নাতে ধরা পরে। বাড়িওয়ালার ছেলে শাহিনুর ইসলাম , গরু চোর মিজানুর রহমান কে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে ফেলে রাখে। পরে ধামরাই থানা পুলিশ খবর পেয়ে ১৫ জুলাই শনিবার সকালে খুন ও ডাকাতিসহ ৪টি মামলার আসামী মিজানুর রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান।