মোঃ শাকিল হোসাইন,ধামরাই:
আমেনা নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ফ্রি ঔষুধ বিতরন কার্যক্রম অব্যহত রেখেছে। ধামরাই সদর ইউনিয়ন পরিষদের মাঠে গতকাল আজ সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
সদর ইউনিয়নের প্রায় পনেরশত মানুষদের মাঝে চিকিৎসা ও ঔষুধ বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদেছ হোসেন,জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান,ধামরাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভিপি হাবিবুর রহমান, কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক কৌশিক আহমেদ,যুবলীগ নেতা আলমগীর কবির প্রমুখ।