শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই থানা এলাকায় পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে ধামরাই থানা চত্বরের ভিতরে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল সকালে, মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন।
ঢাকা জেলা পুলিশ হাসপাতালের ডাক্তার সোহানা মেহজাবিন ও মো: আলাউদ্দিন পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ১ শত ৫০ জন পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।