ধামরাইয়ে কাচা মরিচসহ সবজ্বির দাম চড়া, নেই কোন তদারকি

ধামরাইয়ে কাচা মরিচসহ সবজির দাম চড়া, নেই কোন তদারকি

জেলা

শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই পৌরসভার মধ্যে অবস্থিত ধামরাই বাজার, ইসলামপুর বাজার সহ প্রায় প্রত্যেকটি বাজারেই কাচামাল ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো চড়া দামে বিক্রি করছে কাচা মরিচ সহ সব ধরনের সবজ্বি।

কিন্তু পাশের উপজেলার বাজার গুলোতে ধামরাইয়ের চাইতে কাচা মরিচসহ সবজ্বির দাম অনেকটাই কম। কাচা বাজার নিয়ন্ত্রণ এবং তদারকি অভাবেই ধামরাইয়ের কাচা বাজার গুলোর অবস্থা এমন । এর জন্য সাধারন মানুষ দায়ী করলেন প্রশাসনকেই।

ধামরাই বাজারের ঘুরে দেখা গেছে প্রতি কেজি কাচা মরিচ ৪ শত থেকে ৫ শত টাকায় বিক্রি হচ্ছে, যা অন্য উপজেলার বাজারের চাইতে প্রতি কেজিতে ১ শত ৫০ টাকা বেশি। সাধারন মানুষের দাবি ধামরাইয়ের প্রতিটি বাজারে প্রশাসনের নজরদারী বাড়ানো দরকার। তাহলেই কাচা বাজারসহ দ্রব্যমূল্যেও বাজার নিয়ন্ত্রে থাকবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *