ধামরাইয়ের শতাধিক স্থানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

ধামরাইয়ের শতাধিক স্থানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

জেলা

মো: শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ের প্রায় শতাধিক স্থানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ধামরাইয়ের সুতিপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা এস,ডি, আইয়ের নিজেস্ব ভবনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, ও কেক কেটে দিবসটি পালন করা হয়েছে। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
পরে এক আলোচনা সভায় এস, ডি, আইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা- ২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাবেক রাষ্ট্রদূত মো: সোহরাব হোসেন, গণবিশ্ববিদ্যালয়ের ভিসি মো: আবুল হোসেন ও বিশিষ্ঠ অভিনেত্রী দিলারা জামান সহ আরো অনেকেই।
অন্যদিকে ধামরাই যাত্রাবাড়ি মাঠে বিকেলে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা অওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন, সাবেক সচিব দেওয়ান আফছার উদ্দিন জিন্না, সি আই, পি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান ও পৌর যুবলীগের সভাপতি মো: আমিনুর রহমান সহ আরো অনেকেই ।
ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে । এতে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, পৌর মেয়র গোলাম কবির মোল্লা ,সহকারী কমিশনার(ভ’মি) ফারজানা আক্তার ও কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান সহ আরো অনেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *