ধামরাইকে মাদক মুক্ত করতে চায় এসডিআই

ধামরাইকে মাদক মুক্ত করতে চায় এসডিআই

জেলা

মো: শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ের সুতিপাড়ায় অবস্থিত বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই। পুরো ধামরাই উপজেলাকে মাদক মুক্ত করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ সহ সমাজের প্রত্যেকটি সচেতন মানুষের সহযোগীতায় চেয়েছেন বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সামছুল হক ।
তিনি ২০১৮ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বেশ কিছু গ্রামে প্রশাসনের সহযোগীতায় প্রায় তিন শতাধিক মাদক বিরোধী সমাবেশ করেছেন । এরই ধারাবাহিকতায় আজ বিকেলে ঢাকার ধামরাইয়ের সুতিপাড়ায় এসডিআই ভবন হলরোমে এসডিআইয়ের আয়োজনে মাদক মুক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাদকমুক্ত কর্মশালায় এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধামরাই থানার ওসি তদন্ত মো: ওয়াহিদ পারভেজ, ওসি অপারেশন নির্মল চন্দ্র দাস, ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, সাবেক সভাপতি আবু হাসান, মো: বাবুল হোসেন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক মো: মিজানুর রহমান, ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহাদ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম- সাধারণ সম্পাদক মো: ওয়াসিম, দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক মো: মোখলেছুর রহমান, দৈনিক মানব জমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক মো: আহাজাহারুল ইসলাম রাজু, ধামরাই প্রেসক্লাবের সিনিয়ির সাংবাদিক ও বাংলাদেশ কন্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি মো: শাকিল হোসাইন,দৈনিক মানব-কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক মো: রুহুল আমিন, ধামরাই প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মনজুর রহমান রাজ, ধামরাই প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো: মাসুদুর রহমান বাবুল, আব্দুর রউফ, মনোয়ার হোসেন রুবেল, আব্দুল হালিম, মো: নাজমুল হাসান, এসডিআইয়ের অনেক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ এলাকার অনেক সচেতন ব্যক্তি কর্মশালায় উপস্থিত থেকে নিজ নিজ মতামত প্রকাশ করেন এবং প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *