নিজস্ব প্রতিনিধি:
সুকেশের বিরুদ্ধে মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলার চার্জশিটেও জ্যাকলিনের নাম উঠে এসেছে। অবৈধ টাকা দিয়ে জ্যাকুলিন ও তার পরিবারকে দামি উপহার দিয়েছেন সুকেশ।
এ মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িত ছিল। সেই মামলায় তাড়াতাড়ি মুক্তি পান নোরা। তবে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা এখনও চলছে।
বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। এমনকি গত বছরের ডিসেম্বরে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলাও করেছিলেন নোরা। এবার সেই দ্বৈরথ আরও গাঢ় হলো! যে সিনেমায় জ্যাকুলিনের অভিনয় করার কথা ছিল, সেটি এখন নোরার দখলে!
২০২২ সালের অক্টোবরে, অভিনেতা বিদ্যুৎ জামওয়াল এবং পরিচালক আদিত্য দত্ত ‘ক্র্যাক-জিতেগা তো জিয়েগা’ নামে একটি চলচ্চিত্র ঘোষণা করেছিলেন। প্রযোজনা করেছে অ্যাকশন হিরো ফিল্মস এবং পিজেড পিকচার্স। জানা গেছে, ছবিতে বিদ্যুতের সঙ্গে অভিনয় করবেন অর্জুন রামপাল ও জ্যাকুলিন ফার্নান্দেজ।
তবে সম্প্রতি ছবিটির নির্মাণে পরিবর্তন এসেছে। নতুন যোগ করা টি-সিরিজ। এরপর জ্যাকুলিনকে ছাড়া ‘ক্র্যাক’-এ নেওয়া হয় নোরা ফাতেহিকে। আগামী অক্টোবরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
বলা হচ্ছে চূড়ান্ত স্পোর্টস-অ্যাকশন ধাঁচের সিনেমা হবে ‘ক্র্যাক’। এটি এমন একজন ব্যক্তির যাত্রা দেখাবে যে মুম্বাইয়ের বস্তি থেকে উঠে আন্ডারগ্রাউন্ড স্পোর্টস ওয়ার্ল্ডে বিশিষ্টতা অর্জন করে। এই চরিত্রে অভিনয় করবেন বিদ্যুৎ জামওয়াল। এ বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।