ডেস্ক রিপোর্ট ঃ
মুসলমানদের দ্বিতীয় গরিষ্ঠ ধর্মীয় মিটিং বিশ্ব ইজতেমা আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর শুরু হচ্ছে। দলে দলে মুসল্লিরা এরই ভিতরে টঙ্গীর তুরাগ নদের তীরের ইজতেমা মাঠে আসতে আরম্ভ করেছেন। এবারও ইজতেমাকে ঘিরে সিকিউরিটি বাহিনীর হাজার হাজার সহযোগী তৎপর রয়েছেন। কিন্তু ইজতেমার সার্বিক প্রিপারেশন নিয়ে সন্তুষ্টি আছে মুসল্লিদের।
তাবলিগ জামাতের লোকজন এরই মধ্যে প্যান্ডেলে জায়গা নিয়েছেন। মুসল্লিদের অবস্থানের জন্য বৃহৎ প্যান্ডেলকে অংশে অংশে ভাগ করা হয়েছে। ঠাণ্ডা ও নানা দুঃখ উপেক্ষা করে তারা আসছেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।
জেলা অনুযায়ী খিত্তায় খিত্তায় স্থান না পেয়ে অধিকাংশই আচ্ছাদন নিয়েছেন মাঠের সাইডে খোলা গগনের নিচে। কিন্তু মুসল্লিদের আগমন এই যাত্রায় বেড়েছে ও তৎকালীন চেয়ে নানা অ্যাডভান্টেজ বাড়লেও আরও বাড়ানোর দাবি রয়েছে তাদের।
প্রতিবারের মতো এবারও ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরায় মনিটরিং, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাসহ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়ে গিয়েছে ইজতেমা মাঠকে ঘিরে। করোনার কারণে গত দুই বছর জগৎ ইজতেমা হয়নি। দুই বছর পর দুই পর্বের জগৎ ইজতেমার প্রথম পর্বের পর মাঝখানে চার দিন বিরতি কর্তৃক ২০ হতে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা সংঘটিত হবে।
রেওয়াজ অনুযায়ী, আখেরি মোনাজাত হবে প্রতি পর্বের ইজতেমার সম্পন্ন দিনে। আখেরি মোনাজাতের মধ্য দ্বারা ২য় পর্বের ইজতেমার ইতি ঘটবে।