দেশে প্রাণিসম্পদে বিপ্লব ঘটেছে, রপ্তানি বাড়ানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে প্রাণিসম্পদে বিপ্লব ঘটেছে, রপ্তানি বাড়ানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

অর্থনীতি জাতীয়

নিজস্ব প্রতিনিধি:
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাত স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত রয়েছে। এ কারণে আমরা এখন প্রাণিসম্পদ রপ্তানিতে মনোযোগ দিচ্ছি।
২৫ ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ পর্যন্ত দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে পশুসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ খাতের ব্যাপক সাফল্যের জন্য আমি বেসরকারি খাতকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা এ খাতে বিপ্লব এনে দিয়েছে। গত কয়েক বছর অবিশ্বাস্য সাফল্য এনেছে। আগে ভারত-মিয়ানমার থেকে গরু না এলে কোরবানি হতো না। এখন আমরা আর বিদেশের উপর র্নিভরশীল নই। এখন অনেক পশু কোরবানির পরও অবিক্রিত থেকে যায়। তিনি বলেন, আমরা এ খাতে সব ধরনের সহযোগিতা করছি। এরই মধ্যে মাছ রপ্তানি শুরু হয়েছে। একদিন আমরা মাংস, ডিম, দুধ রপ্তানি করতে পারব।
শ ম রেজাউল করিম বলেন, প্রাণিসম্পদ খাত সম্প্রসারণের কারণে বিগত করোনার সময়ে আমাদের পশুখাদ্যের কোনো ঘাটতি ছিল না। প্রোটিনের ঘাটতি ছিল না। মানুষ সুস্থ ছিল। সবকিছু বন্ধ থাকলেও আমরা মানুষের বাড়িতে ডিম, দুধ, মাংস পৌঁছে দিতে পেরেছি। সে সময় পশুসম্পদ মন্ত্রণালয় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ডিম, দুধ ও মাংস বিক্রি করে। এটি একটি অবিশ্বাস্য সাফল্য ছিল। এই খাতে আরেকটি বড় সাফল্য এসেছে। এ খাত দেশের বেকার সমস্যা দূর করেছে। কৃষকরা এখন বড় উদ্যোক্তা হয়েছেন। এখন আমাদের গ্রামে টাকা পাঠাতে হবে না। সেখানে টাকা ফর্ম করে।
মন্ত্রী আরও বলেন, রপ্তানি বাড়াতে আমরা প্রতিটি উপজেলায় ভ্রাম্যমাণ পশু হাসপাতাল স্থাপন করেছি। পশু এখন হাসপাতালে আসবে না, ডাক্তার তার কাছে যাবে। আমরা এ খাতে ফিডের ওপর কর ছাড় দিয়েছি। কেউ খামার করতে চাইলে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করছি। তিনি বলেন, বর্তমানে একটি চক্র ব্রয়লার মুরগি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। মানে ব্রয়লার ক্ষতিকর নয়। এই ব্যাপারে কোন সন্দেহ নেই. আমরা সব আন্তর্জাতিক মানের ল্যাবে দুধ ও ডিম পরীক্ষা করছি। তাদের নিয়ে কোনো সমস্যা নেই। পশুখাদ্যের উৎপাদন ও প্রাপ্যতা বাড়াতে ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাহিদ রশীদ বলেন, প্রাণিজ সম্পদ উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার তাদের মাধ্যমে এ খাতের উন্নয়ন করছে। এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *