দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকার ৪ জন এবং ঢাকার বাইরের ৫ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭২ জন।
অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে ৪৭৭ জন ঢাকায় এবং ৪৫৪ জন ঢাকার বাইরে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *