নিজস্ব প্রতিনিধি:
দেশে কেউ যেন আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে ২০১৩-১৪ সালের অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি যাতে বাংলাদেশের ক্ষতি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (৩০ জুলাই) গণভবন থেকে কার্যত সংযুক্ত পঞ্চম পর্বে ৮টি বিভাগের ৩৪টি জেলায় এসব মসজিদ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা তাদের (বিএনপির) চরিত্র ভালো করেই জানেন, তারা সন্ত্রাসী। শনিবারও বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে তারা। তারা ২০১৩-১৪ সালে চলন্ত বাস, ট্রেন ও লঞ্চে আগুন দিয়েছে এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। দেশের মানুষ শনিবার তাদের ভয়ঙ্কর চেহারা দেখেছে। তারা আবারও আগুন সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, বিএনপি ইসলামের নামে রাজনীতি করেছে, কিন্তু ইসলামের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই। ইসলামের প্রচার ও প্রসারে তাদের কোনো অবদান নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং তাবলিগ জামাতের জন্য টঙ্গীতে জমি বরাদ্দের মাধ্যমে সারাদেশে ইসলামের প্রকৃত বাণী প্রচারের কাজ শুরু করেছিলেন।
সৌদি আরবে হজের পর টঙ্গীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী যাতে স্বল্প মূল্যে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে পারে সেজন্য বঙ্গবন্ধু হিজবুল বাহার জাহাজটি কিনেছিলেন। ১৯৭৪ সালে জাতির পিতার প্রচেষ্টায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্যপদ লাভ করে।