নিজস্ব প্রতিনিধি:
দেশের সব হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডেঙ্গু রোগীর ক্রমবর্ধমান সংখ্যা নির্ণয়ের সুবিধার্থে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার মূল্য ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকল সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। এছাড়া মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্ক্রোল, রেডিও বার্তা, সোশ্যাল মিডিয়া প্রচারণা বাড়ানো হয়েছে।
ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করতে মহাখালীর ৮০০ শয্যা বিশিষ্ট ডিএনসিসি হাসপাতালটিকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।
সকল হাসপাতালে ডাক্তারদের জন্য ডেঙ্গু প্রশিক্ষণ। ডেঙ্গু মৃত্যুর হার কমাতে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা নির্দেশিকা প্রদান করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য বিভাগ কর্তৃক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।