নিজস্ব প্রতিনিধি:
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর তাঁদের দুজনের উদযাপনের মুহূর্তগুলো ভক্তদের মন কেড়েছিল। আর্জেন্টাইন সমর্থকদের বেশ প্রিয় জুটি হয়ে উঠেছিলেন রদ্রিগো ডি পল ও টিনি স্টোসেল। গুঞ্জন শোনা যাচ্ছিলো প্রেমিকা টিনি স্টোসেলের সঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পলের সম্পর্ক বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছে না। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। ডি পল এবং আর্জেন্টিনার গায়িকা টিনি আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের ইতি টেনেছেন।
ডি পল-টিনি স্টোসেল যৌথভাবে দেওয়া বিবৃতিতে ভক্তদের শুনিয়েছেন দুঃসংবাদ। বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তাঁরা। পারস্পরিক সমঝোতায় সম্পর্কে ছেদ টানলেও একজনের জন্য অন্যজনের ‘ভালোবাসা ও শ্রদ্ধা’ আগের মতোই থাকার কথাও জানিয়েছেন এ জুটি।
টিনি বিচ্ছেদের কারণ হিসেবে দূরত্বকে উল্লেখ করেছেন। তবে বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে কাটানো সময়টা উপভোগ্য ছিল বলেও জানান তিনি।
বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টিনি। তিনি লিখেছেন, ‘আমি আপনাকে জানাতে চাই যে রদ্রিগোর সাথে কথা বলার পরে আমরা সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পর্ক চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং হয়ে ওঠেছিলো। কারণ হচ্ছে দূরত্ব। দু’জন দুই জায়গা থেকে সম্পর্ক বজায় রাখা কঠিন।’
অন্যদিকে, ডি পল তার টুইটারে লিখেছেন, ‘আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আমি এমন এক মানুষের সঙ্গে ছিলাম যাকে আমি ভালোবাসি এবং সম্মান করি। আমরা একসঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় কাটিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার প্রতি ভালোবাসা এবং সম্মান।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন অন্যজনের প্রতি খুব নিয়মিতই ভালোবাসার কথা প্রকাশ করতেন এই জুটি। তবে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের যোগাযোগ ও যৌথ কার্যকলাপ একরকম বন্ধই হয়ে গিয়েছিল। লম্বা সময় একসঙ্গে দেখা না গেলেও কেউ কেউ ধারণা করেছিলেন, নিজেদের পেশাগত ব্যস্ততার কারণে হয়তো একসঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের। তাই ব্যস্ততা শেষ করে আবারও একসঙ্গে তাঁদের দেখার আশাও ছিল। কিন্তু সে আশায় ইতি টেনে দিলেন এ দুজন। জানিয়ে দিলেন তাঁরা আর একসঙ্গে থাকছেন না।