চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রী প্রীতি রাণী (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদী ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত প্রীতি রাণী দিনাজপুর সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও উপজেলার নতুন ভুষিবন্দর এলাকার জেলে পাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে। স্থানীয়রা জানায়, প্রীতি রাণী সকাল সাড়ে ১১ টার দিকে ভ্যান যোগে তার বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রীজের সামনে এসে পৌছালে দিনাজপুর গামী একটি দ্রুত গতির মালবাহী ট্রাক ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে চাকার নিচে পৃষ্ট পড়ে ঘটনাস্থলেই প্রীতির মৃত্যু হয়।
