চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরে নাশকতা চেষ্টার অভিযোগে একটি বাসসহ জামায়াত শিবিরের ৩১ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। রবিবার সকালে শহরের স্টেশন এলাকায় মিছিল শেষে পুলিশের হাতে ধরা পড়েন তারা।
পুলিশ জানায়, দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির সমর্থনে জামায়াত-শিবিরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা প্রমোদা পরিবহনের একটি বাসে করে শহরের স্টেশন এলাকায় জড়ো হয়ে সকাল সাতটার দিকে বিক্ষোভ মিছিল করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসে চড়ে পালাবার চেষ্টাকালে কোতয়ালী থানা পুলিশ বাসসহ ৩১ জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।
দিনাজপুর কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ(ওসি) তানভিরুল ইসলাম জানান, একটি পরিবহন বাসে করে আসবেন এবং তারা বিভিন্ন জায়গায় নাশকতা চালাবে বলে গোপন সূত্রে জানতে পেরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।