দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাম্পেইন শুরু

দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাম্পেইন শুরু

জেলা

চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
‘সর্বোত্তম সেবা, সর্বজনীন ব্যাংকিং’- এই শ্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।
গতকাল বিকাল ৫ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বীরগঞ্জ শাখার কর্মকর্তা – কর্মচারী, সম্মানিত আলেম ওলামা, কাজী, দলিল লেখক, আইনজীবী ও গ্রাহকবৃন্দের অংশগ্রহণে “সর্বোত্তম সেবা ও সর্বজনীন ব্যাংকিং” ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এমসিজি মো: ইসমাইল হোসেন। আব্দুস শাহিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এফএভপি ও শাখা প্রধান মো: আতিকুর রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর রংপুর জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ। দোয়া ও মোনাজাত করেন পল্লী উন্নয়ন প্রকল্প এর সিনিয়র ইউনিট অফিসার মো: আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে আবুল লাইছ মোহাম্মদ খালেদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক দেশের প্রথম শরী’আহ ভিত্তিক ব্যাংক। ৪০ বছর ধরে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা প্রদানের কারণে এই ব্যাংক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি গ্রাহকদের জন্য ব্যাংকের সেবা আরো সহজলভ্য করার জন্য ব্যাংকারদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ব্যাংকের সকল কার্যক্রমে পরিপালনের সংস্কৃতি লালন করতে হবে। বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সকলকে আরো পরিশ্রম করার ওপর জোর দেন। তিনি নিবেদিত পেশাদার ব্যাংকার তৈরীর জন্য ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার আহবান জানান। তিনি ব্যাংকের সেবাসমূহের প্রসার তথা ডিজিটাল সার্ভিসসমূহের ব্যাপক প্রসারে কাজ করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকুলতা মোকাবেলায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *