চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় চলছে কুকুর মারার মহাউৎসব। খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউপির ডাঙ্গার হাট, খামারপাড়া ইউপির ডাঙ্গাপাড়ার জমিদার নগর এলাকাসহ বিভিন্ন এলাকায় কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে কতিপয় অসাধু মানুষ। জমিদার নগর এলাকায় ঘুরে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে মৃতপ্রায় কুকুর গুলো পড়ে আছে। এ বিষয়ে স্থানীয় দোকানদাররা বলেন, প্রায় ১৩/১৪ টি কুকুর ছিলো জমিদার নগরে। হঠাৎ করে কুকুরগুলো ঝিমানো শুরু করে। আস্তে আস্তে করে মৃত্যুর কোলে ঢলে পড়ে কুকুরগুলো। এখন পর্যন্ত ৬ টি কুকুর মারা গেছে। আর যেগুলো বেঁচে আছে সেগুলোও বাঁচবে বলে মনে হয়না। জমিদারনগর বাজারে অনেক দোকান রয়েছে, বাজারে নেই কোনো পাহারাদার। এই কুকুরগুলোই জমিদার নগরকে সুরক্ষিত রেখেছিলো। এখন আমরা সবাই শঙ্কিতো দোকান নিয়ে।
আরেক দোকানদারের সাথে কথা বলে জানা যায়, জমিতে মানুষ ভুট্টা রোপন করেছে। গাছে ভুট্টার মচকা বের হয়েছে। সেই ভুট্টার মোচকা কুকুরেরা খাবে বা নষ্ট করবে সেই ভয়ে জমির মালিকেরা আগেই ব্রয়লার মুরগির ভুটির সাথে বিষ মিশিয়ে এলাকার যত কুকুর আছে সবগুলোকেই খাইয়েছে। ফলে মারা যাচ্ছে কুকুরগুলো। এভাবে ডাঙ্গারহাটের সব কুকুরগুলোও মেরে ফেলেছে। আমরা আতঙ্কিত।
এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির বলেন, ‘আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং যে কুকুরগুলো বেঁচে ছিলো তাদের ভেক্সিন দেই। কে বা কারা এই কাজ করেছে তা ঠিক করেনি।’
পরবর্তীতে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে উপজেলা প্রশাসন থেকে সর্বসাধারণের সতর্ক করার জন্য মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে।
