দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারো এক হচ্ছেন শাকিব-অপু!

দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারো এক হচ্ছেন শাকিব-অপু!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:

সম্প্রতি বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারো এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এ নিয়ে শাকিবের কোনো বক্তব্য দেখা না গেলেও সংবাদমাধ্যমে দেয়া অপুর বেশ কিছু সাক্ষাৎকার সেই গুঞ্জনকে আরো উসকে দেয়। এবার সেই গুঞ্জন আরো জোড়াল হলো দুজনকে একসঙ্গে দেখে। যুক্তরাষ্ট্রে হাঁটার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও বলছে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের ভেদাভেদ ভুলে কাছাকাছি আসছেন। এ সময় নিউইয়র্কের রাস্তায় তাদের সঙ্গে ছিলেন একমাত্র ছেলে আব্রাম খান জয়।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, জয়ের হাত ধরে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন শাকিব খান। তার পাশেই হাঁটছেন অপু বিশ্বাস। তারপর তারা একটি গাড়িতে উঠল।

এর আগে শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার পর গত বুধবার (১২ জুলাই) রাতে ছেলেকে নিয়ে সেখানে উড়ে যান অপুও। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে গাঁটছড়া বাঁধেন ১৮ এপ্রিল, ২০০৮ সালে। ১০ এপ্রিল ২০১৭ তারিখে এই জুটির বিয়ের কথা প্রকাশ্যে আসে। ওইদিন একটি বেসরকারি টেলিভিশনে সন্তানদের নিয়ে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ ডিভোর্সের মধ্য দিয়ে তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন এই প্রাক্তন তারকা দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *