আন্তর্জাতিক ডেস্ক:
তোশাখানা মামলায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়। শনিবার (৫ আগস্ট) লাহোরের জামান পার্কে তার বাসা থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিটিআই-এর পাঞ্জাব চ্যাপ্টার এক টুইটে বলেছে যে ইমরান খানকে কোট লাখপত জেলে নিয়ে যাওয়া হচ্ছে।
ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পাঞ্জাব ওয়ান এক্স (আগের টুইটার) বার্তায় তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেন, ‘ইমরান খানকে কোট লোকপাট জেলে নিয়ে যাওয়া হচ্ছে।’
এর আগে সাজা ঘোষণার পরই ইমরানকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এছাড়াও তাকে রুপি জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রীয় কোষাগারের মালামাল অবৈধভাবে আত্মসাৎ ও তথ্য গোপনের অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেশটির নির্বাচন কমিশন। এরপর ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।