ডেস্ক রিপোর্ট ঃ
বিশ্বের সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন। তিনি আগামী বছর বাংলাদেশে ইয়ামাহার জন্য বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন।
বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন সাকিব। দুই বছর ধরে ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন সাকিব।
এসিআই মোটরসের সিইও সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর ইয়ামাহা আরওয়ান ৫এম ১৫৫ সিসি মোটরসাইকেলটি সাকিবের হাতে তুলে দেওয়া হয়।
এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক এবং প্রযুক্তিগত সহযোগিতাকারী অংশীদার। এসিআই মটরস ২০০৭ সালে এসিআই লিমিটেডের সহযোগী হিসেবে জীবন শুরু করে।