তুমুল বৃষ্টি ও মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ

তুমুল বৃষ্টি ও মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:
দেশের অন্যান্য স্থানের মতো ঢাকায়ও বৃষ্টি বেড়েছে। সোমবার ভোর রাত থেকে ঢাকায় প্রবল বৃষ্টি হয়েছে। তবে সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ। যেকোনো সময় আবার শুরু হতে পারে ভারী বর্ষণ।

এর আগে রোববার সারাদিন মেঘে ঢাকা ছিল ঢাকার আকাশ। তবে সারাদিনে মাত্র ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় ৩২৩ কিলোমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামের প্রায় প্রতিটি অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে (৮৯ মিলিমিটারের বেশি)।

সকালের বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন অফিসগামী নগরবাসী। কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে। রাস্তার ঘরবাড়ি, পানিতে তলিয়ে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার দিনভর ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে।

অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা দুই দিন অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *