তাসখন্দের বিমানবন্দরের গুদামে শক্তিশালী বিস্ফোরণ: নিহত ১, আহত ১৬২

তাসখন্দের বিমানবন্দরের গুদামে শক্তিশালী বিস্ফোরণ: নিহত ১, আহত ১৬২

আন্তর্জাতিক

আন্তর্জ‍াতিক ডেস্ক:

বুধবার রাতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বিমানবন্দরের কাছে একটি গুদামে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬২ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

তাসখন্দের ইসলাম করিভম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি গুদামে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম হতাহতের কথা নিশ্চিত না করলেও বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে।

খবরে বলা হয়েছে, বিমানবন্দরের কাছের একটি এলাকা থেকে রাতের আকাশে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। সঙ্গে আগুনের লেলিহান শিখাও দৃশ্যমান হয়। স্থানীয় দমকলবাহিনী ও উদ্ধারকারী দল দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। গুদামঘরটিতে কীভাবে আগুন লেগেছে, তা জানা না গেলেও আরটির প্রতিবেদনে বলা হয়েছে, বাজ পড়ার কারণেই ওই ভবনে আগুন লাগে এবং সেখান থেকে বিস্ফোরণ হয়। তবে এই খবর সত্য কি না, উজবেকিস্তানের সরকার এখনো তা নিশ্চিত করেনি।

যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজস্ব চ্যানেলে শেয়ার করা এক পোস্টে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিপুলসংখ্যক লোককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়াদের মধ্যে ‘গুরুতর আহত’ কেউ নেই। বিস্ফোরণের পরপরই একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জানালা থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তারা আশঙ্কামুক্ত। এছাড়া ১৩৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উজবেকিস্তান হলো মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের সবচেয়ে জনবহুল একটি দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *