নিজস্ব প্রতিনিধি:
জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ প্রথমবারের মতো পেয়েছেন ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত টাইগার পেসার। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে ভালো খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেন।
খেলোয়াড় ক্যাটাগরিতে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ভারোত্তোলক জিয়ারুল ইসলামের সঙ্গে পুরস্কার গ্রহণ করেছেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো কোনো জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত টাইগার পেসার।
পুরস্কার পাওয়ার পর তাসকিন গণমাধ্যমকে বলেন, ‘আসলে জিজ্ঞেস করছিলেন যে সামনে কি কি খেলা আছে। প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে সবার জন্য শুভ কামনা, ভালো মতো খেলো।’
তিনি আরও বলেন, প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কার পেলাম, যা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমার আসলে খুব ভালো লাগছে।’
উল্লেখ্য, এ বছর খেলোয়াড় হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ,সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। নতুন সংযোজন হিসেবে এবারের ক্রীড়া ধারাভাষ্যকার পুরস্কার পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান।