তারেকের বক্তব্য প্রচারে জারি করা রুল প্রস্তুত হয়নি

তারেকের বক্তব্য প্রচারে জারি করা রুল প্রস্তুত হয়নি

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:

ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচার বন্ধে জারি করা রুল এখনো শুনানির জন্য প্রস্তুত হয়নি। এ কারণে রুল প্রস্তুত হওয়ার পর আবেদনকারীদের আসতে বলেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে রিটের বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আজ হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করেন আবেদনকারীর আইনজীবীরা। এরপর হাইকোর্ট বলেন, রুল এখনো তৈরি হয়নি। আগে রুল তৈরি হোক, তারপর আদালতে আসুন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সানজিদা খানম ও অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা।

পরে অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, তারিক রহমান পলাতক থাকায় ওই ধারা থেকে এখনো রুল জারি করা হয়নি। এ কারণে হাইকোর্ট রুল তৈরির পর আমাদের যেতে বলেছেন।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে এ সংক্রান্ত রুল শুনানির জন্য আবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *