নিজস্ব প্রতিনিধি:
করণ জোহরের বলিউড ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ দুদিন পর মুক্তি পেতে চলেছে। দূর্গা পূজাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নতুন গান ‘ধিন্ডোরা বাজে রে’ সম্প্রতি প্রকাশ করা হয়েছে। গানে নেচে পর্দা কাঁপিয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। গানটি নিয়ে উত্তপ্ত আলোচনার মধ্যে রণবীরের নাচের সময় ড্রামের উপরের অংশ ছিঁড়ে যাওয়ার একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর সিংয়ের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রণবীর সিং ‘রামলীলা’-এর ঢোল বাজে গানে নাচছেন। মঞ্চের দুপাশে রাখা ঢোল ঘিরেই নাচছিলেন রণবীর। তখন মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা রাজকুমার রাও এবং অপরাশক্তি খুরানা। দিব্যি নাচছিলেন রণবীর। কিন্তু হঠাৎ একটা ঢোলের উপরের অংশ ছিঁড়ে মুখ থুবড়ে তার উপর পড়লেন রণবীর।
এদিকে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রচারে সোমবার কলকাতায় হাজির হন রণবীর-আলিয়া। সেখানে মুক্তি পায় সিনেমার ‘ধিন্ডোরা বাজে রে’ গানটি। সিনেমাটির মোট চারটি গান মুক্তি পেয়েছে।
‘রকি অর রানি কি প্রেম কাহানি’ একটি পাঞ্জাবি এবং বাঙালি পারিবারিক গল্প। আলিয়া এখানে বাঙালি। আর ‘ধিন্ডোরা বাজে রে’ গানটি তৈরি হয়েছে দুর্গাপূজার মেজাজে। আলিয়া-রণবীর ছাড়াও গানটিতে দেখা গেছে জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, তোতা রায় চৌধুরীসহ আরও অনেককে।