ঢালিউডে অপুর তিন বোন!

ঢালিউডে অপুর তিন বোন!

বিনোদন

 

নিজস্ব প্রতিনিধি:

অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে আরেক অভিনেত্রী পরীমণির। রয়েছেন অভিনেত্রী তমা মির্জাও। এবার সেই কাতারে যোগ দিলেন আরেক বর্তমান অভিনেত্রী পূজা চেরিও।

সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অপু বিশ্বাস।

‘কোটি টাকার কাবিন’ খ্যাত এই অভিনেত্রী বলেন, পরীমনি মেজ, তমা মির্জা সেজ ও পূজা চেরি আমার ছোট বোন। আমার বোনেরা সুন্দর, তাই আমিও সুন্দর।

অপু আরও বলেন, আমরা সব সময় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি। ফোনে কথাও হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বিধায় সম্পর্কটাও সুন্দর আছে।

তার পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপু দিদির ছোট বোন। আমরা প্রথমবারের মতো একসঙ্গে একটি সাক্ষাৎকার করছি।

পূজা চেরি সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নূরজাহান’ ছবিতে পূজা যা করেছে তা আমিও হয়তো করতে পারতাম না। একজন নিখুঁত নায়িকার সংজ্ঞা দিতে হলে আমি পূজা চেরির কথাই বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *