ড. ফারহানা হক শম্পা বশেমুরকৃবি’র প্রথম মহিলা প্রক্টরের দায়িত্বে

ড. ফারহানা হক শম্পা বশেমুরকৃবি’র প্রথম মহিলা প্রক্টরের দায়িত্বে

জেলা

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ফারহানা হককে নতুন প্রক্টর নিযুক্ত প্রদান করা হয়েছে।  সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ আদেশ প্রদান করা হয়। তিনি অদ্য ১ আগস্ট ২০২৩ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ড. ফারহানা হক এ দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের কৃতি শিক্ষার্থী ড. ফারহানা হক শম্পা ইতিপূর্বে বশেমুরকৃবি’র ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান, বঙ্গমাতা হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে সুনাম অর্জন করেছেন। দুই সন্তানের জননী ড. ফারহানা হক জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান (দুলাল) এমপি এবং মাতা জনাবা আফরোজা হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *