ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৯৪

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৯৪

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫১ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ৬৯৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৬৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫২৬ জন।

সোমবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩২ জন। এর মধ্যে ঢাকার ২৯ হাজার ২০০ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৬৩২ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ১৯৫ জন। এর মধ্যে ঢাকার ২৩ হাজার ৯৯৩ জন এবং ঢাকার বাইরে ১৮ হাজার ২০২ জন।

২০২২ সালে ২৮১ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *