ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২১৬৮

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় রের্কড ভর্তি ২৭৬৪

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। এ বছর হাসপাতালে ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি।

রোববার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ৩০ জুলাই একদিনে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৭৩১ জন, যা আগের বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৩২ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫ হাজার ৬০১ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ১৩১ জন। একই সঙ্গে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৫৭ হাজার ৭২ জন।

উল্লেখ্য, ২০২২ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুর কারণে ২৮১ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে সারা দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *