ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৯৪

ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের এক দিনে সর্বোচ্চ। নতুন মৃতদের মধ্যে ঢাকা শহরের ১৭ জন এবং বাইরে থেকে দুজন রয়েছেন। এ ছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ৯২২ জন এবং ঢাকার বাইরে থেকে ৮৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৪ জন। ১৪৬ জন মারা গেছে। এর মধ্যে ঢাকা শহরে ১১৩ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *