ডেস্ক রিপোর্ট ঃ
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ জনে পৌঁছেছে।
শনিবার (২১ জানুয়ারি) মেরিল্যান্ড স্বাস্থ্য বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডা. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে ৯ জন ঢাকার বাসিন্দা এবং ২ জন ঢাকার বাইরের বাসিন্দা।
অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ৩৮৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ঢাকাবাসী ১৮৫ জন এবং ঢাকার বাইরে ২০১ জন।
বিদায়ী বছরে (২০২২), ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। গত বছরের ডিসেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়। অন্যদিকে, ২০১৬ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।