ডিবি পুলিশের পৃথক অভিযানে গাড়ীসহ ৭৯২ ক্যান বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ আটক ৩

ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭৯২ ক্যান বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ আটক ৩

জেলা

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে একটি প্রোবক্স প্রাইভেটকারসহ ৭৯২ পিস বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। আজ দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী চৌধুরী সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্যারের দিক নির্দেশনায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাশারের নেতৃত্বে এসআই নাঈমুল ইসলাম মোস্তাক অভিযান চালিয়ে ১০ জুলাই সোমবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর টোলপ্লাজা থেকে একটি প্রোবক্স গাড়ী থেকে ৭৯২ ক্যান বিয়ারসহ তপন চন্দ্র শীল ও কবির নামে ২ জনকে আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশের অপর আরেকটি অভিযানে এসআই শেখ সেকান্দার আলী অভিযান চালিয়ে সদর উপজেলার বিলাসদী আল্লাহু চত্ত্বর এলাকা থেকে ২০৫ পিস ইয়াবাসহ গোলাপ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পলাশ ও নরসিংদী মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, জেলা গোয়েন্দা পুলিশে ওসি আবুল বাশার, এসআই নঈমুল ইসলাম মোস্তাক। সংবাদ সম্মেলন শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *