কুমিল্লা ব্যুারো:
কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া , এএসআই(নিঃ) মোঃ ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানাধীন ০১নং মাধবপুর ইউপির অন্তগত মাধবপুর সাকিনস্থ মাধবপুর বাস ষ্ট্যান্ডের দক্ষিণে জণৈক অনিল নম: এর গোডাউন এর সামনে থেকে ৩৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ওয়াহিদুন নবী (২৬) আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ সুজন (১৫)কে ৩৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
